৩ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৪

জুলাই ও আগস্টের গণহত্যাকারীদের বিচার, চাঁদাবাজি বন্ধ ও বাজার সিন্ডিকেট হোতাদের গ্রেফতারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার, চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেটদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. নাসির উদ্দীন, পল্লবী থানা দক্ষিণের আমির মো. আশরাফুল আলম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন, রূপনগর থানা সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসেন, পল্লবী জোনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ সার্জিস আলম, পরে কণ্ঠে ঝরে পড়ে আবেগ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু
