বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪


বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ
ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করা হয়েছে দেশের ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেককে। নতুন খতিবকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


শুক্রবার (১৯ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুক পেজে বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন শায়খ আহমাদুল্লাহ।


আরও পড়ুন: তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেনি শেখ হাসিনা: বিচারপতি মতিন


খতিব আবদুল মালেক দেশের মুসলিমদের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ওই পোস্টে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ। অভিনন্দন তাকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।”


আরও পড়ুন: ৩ দিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক


তিনি আরও  লিখেছেন, “মহান আল্লাহ তাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।”


এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জেবি/এসবি