রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত: জয়নুল আবেদীন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪


রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত: জয়নুল আবেদীন
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অসত্য কথা বলায় রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত।


সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বলেন, ‌“প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি পদত্যাগপত্র নিয়ে এসেছেন সেই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এখনও বলেননি তার কাছে কোনো পদত্যাগপত্র দিয়ে যান নাই। শেখ হাসিনা যে পদত্যাগপত্র দিয়েছেন এতে এ দেশের জনগণের বিন্দু পরিমাণও সন্দেহ নেই।”


আরও পড়ুন: ‘সংসদ ভেঙে দেয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে’


তিনি বলেন, “শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি ৫ আগস্ট যে বক্তৃতা করেছেন, তাতে তিনি যা বলেছেন, এখন যদি অন্য কথা বলেন তাহলে তার নিজ থেকে পদত্যাগ করা উচিত।”


আরও পড়ুন: পুনর্বাসনের ছক কষছে আওয়ামী লীগ: সমন্বয়ক হাসনাত


প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই–রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।


জেবি/এসবি