রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির ‘অস্পষ্ট অবস্থান’ নিয়ে যা বললেন সমন্বয়ক হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ২৩শে অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির দুই নেতার দুই রকম বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৩ অক্টোবর) বিকালের দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে দুদু ও সালাহউদ্দিনের বক্তব্য কোট করা ছবি প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। নিচের কোন বক্তব্যকে আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরব?”
পোস্টে উল্লেখ করা বক্তব্যে দুদু বলেছেন, “রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না”।
অপরদিকে, সালাহউদ্দিন বলেছেন, “রাষ্ট্রপতির পদত্যাগ চায় না বিএনপি”। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির দুই নেতার দুই রকম বক্তব্যেই মূলত প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কাল হলো অন্তর্বর্তী সরকারের: মোস্তফা ফিরোজ

জাতীয় নির্বাচন নিয়ে বিবৃতিতে দিয়েছে অন্তর্বর্তী সরকার

মেরুন রঙের টি-শার্ট পরা যুবক পুলিশ কনস্টেবল: প্রেস সচিব

আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে নির্বাচন: প্রেস সচিব
