Logo

ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ২৪:১২
39Shares
ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানসহ

বিজ্ঞাপন

ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মিথ্যা অভিযোগ তুলে ধামরাই উপজেলার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ধামরাই, সাভার, আশুলিয়ায়, মানিকগঞ্জ, সাটুরিয়া উপজেলার সকল সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ধামরাই প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার থানা রোড প্রেসক্লাবের সামনে এই সকল সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। একি দিনে বেলা ১২ টার দিকে এলাকাবাসীর আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী স্কেল এর সামনে মিথ্যে অভিযোগে মামলা হওয়ায় প্রতিবাদে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

এ সময় ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহমুদ ইকবাল, আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেলকে এবং ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা ও তাদের নিজ নিজ এলাকাবাসি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD