অসাধারণ সফলতায় কুষ্টিয়ার নারী উদ্দোক্তা নিলুফা জামান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অসাধারণ সফলতায় কুষ্টিয়ার নারী উদ্দোক্তা নিলুফা জামান

সাধারন সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সাফল্যদের,না বলার ক্ষামতা অসাধারন। ঠিক তেমনি কুষ্টিয়া নারী উদ্দোক্তা নিলুফা জামান এর কথা। তার ছোট থেকে বেরে উঠা কুষ্টিয়া শহর কেন্দ্রিক, তিনি এস,এস,সি, শেষ করেন, ২০০১ সালে, মাত্র এক বছরে,মানসম্মত জিনিস সেল করে  পেয়েছেন, ক্রেতাদের ভালোবাসা ও ক্রেতারা অর্জন করেছে তার নিষ্ঠা, শততা, ও বিশ্বস্থতা। 

জান্নাত ফ্যাশান নামে তার একটি ফেসবুক পেজ আছে, ক্রেতাদের এই অবিশ্বাস্য ভালোবাসা পেয়ে নিলুফা জামান জানান, আমি সত্যি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে এক বছরে এতো ভালোবাসা পেয়েছি

জি আই/