Logo

পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ০৫:২৬
47Shares
পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তাকে ছাড়াই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তাকে ছাড়াই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, “সায়মা ওয়াজেদ আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে। তাই তার মাধ্যমে যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে না হয় সেজন্য অনুরোধ জানানো হয়েছে।”

বিজ্ঞাপন

একইসাথে সায়মা ওয়াজেদের রুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায়। এথিক্যাল জায়গা থেকে সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল  বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD