Logo

ড্যাপের বিধি ভঙ্গ করলে জেল-জরিমানা, রাজউকের নতুন অধ্যাদেশ জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
ড্যাপের বিধি ভঙ্গ করলে জেল-জরিমানা, রাজউকের নতুন অধ্যাদেশ জারি
ছবি: সংগৃহীত

সরকারি উদ্যোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্পর্কিত নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬’ অনুযায়ী, নতুন বোর্ড গঠন এবং নগরায়নের নিয়ন্ত্রণে শক্তিশালী আইন প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বা বিশদ অঞ্চল পরিকল্পনা লঙ্ঘন করলে জেল-জরিমানা বা উভয় দণ্ডের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

অধ্যাদেশে রাজউকের আওতাধীন এলাকা হিসেবে ঢাকা মহানগরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নির্দিষ্ট এলাকা এবং সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত অন্যান্য এলাকা উল্লেখ করা হয়েছে।

নতুন বোর্ডে থাকবেন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা (সভাপতি), একই মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদের স্পিকার মনোনীত রাজধানীর বাইরের নির্বাচিত দুজন সংসদ সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত একজন অধ্যাপক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, একজন স্বাধীন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী বা সুশীল সমাজের প্রতিনিধি।

বিজ্ঞাপন

অধ্যাদেশে বোর্ডের মূল দায়িত্ব হিসেবে নির্ধারিত হয়েছে পরিকল্পিত, বাসযোগ্য ও সাম্যভিত্তিক নগরায়ন নিশ্চিত করা। রাজউক প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং কার্যক্রম তদারকি ও মূল্যায়ন করবে।

ড্যাপ লঙ্ঘনের শাস্তি : কৌশলগত পরিকল্পনা বা বিশদ অঞ্চল পরিকল্পনার সঙ্গে বিরোধী ভূমি ব্যবহার করলে: দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড। অপরাধ চলতে থাকলে প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা।

বিজ্ঞাপন

নীচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাধার বাধা দিলে- প্রথমবারে দুই বছরের জেল বা ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড, পুনরাবৃত্তিতে সর্বোচ্চ দুই বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা।

নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করলে- সর্বোচ্চ দুই বছরের জেল বা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।

রাজউকের কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা দায়িত্ব পালন না করার কারণে অপরাধ সংঘটিত হলে- সর্বোচ্চ দুই বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।

বিজ্ঞাপন

নতুন অধ্যাদেশের মাধ্যমে রাজধানীতে পরিকল্পিত নগরায়ন বজায় রাখা, ড্যাপ লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তি আর কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD