ফ্লাইওভারের নিচের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাল ডিএনসিসি

রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং সড়ক পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মী রফিকুল ইসলাম জানান, ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ সড়ক একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় এখানকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
ডিএনসিসি সূত্র জানায়, সড়ক ও উন্মুক্ত স্থান পরিষ্কারের পাশাপাশি পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে নগরীর খালগুলোতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে খালের বর্জ্য পরিষ্কারে ৩৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিএনসিসি এলাকায় ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে। খালের পাশে ১ হাজার ৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। পাশাপাশি রিটেনশন পন্ড ও খালের জন্য জিআইএস ডাটাবেজ ও হটস্পট ম্যাপ প্রস্তুত করা হয়েছে এবং এ কাজে সংশ্লিষ্ট ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে রামপুরা পাম্পিং স্টেশনে পাঁচটি ৫ কিউমেক ক্ষমতাসম্পন্ন পাম্পের পাশাপাশি নতুন করে আরও একটি পাম্প স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে বর্তমানে ৩.৩ কিউমেক ক্ষমতার তিনটি এবং ৫ কিউমেক ক্ষমতার দুটি পাম্প চালু রয়েছে। সেখানে নতুন করে ১৬ কিউমেক ক্ষমতার একটি পাম্প হাউজ নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলমান।
এ ছাড়া কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে প্রায় ১ লাখ ১২ হাজার ঘনমিটার স্লাজ ও মাটি অপসারণ করে জলাধারের ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। মিরপুর ও আব্দুল্লাহপুরের ছোট পাম্প স্টেশনগুলোও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসিসি।








