প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ আবারও বাড়লো

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের উত্থাপিত পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির কার্যকাল আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বাড়ানো মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়েছিল।
বিজ্ঞাপন
গত ২৭ আগস্ট আট সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতির দায়িত্বে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটিতে সংশ্লিষ্ট চারজন উপদেষ্টার পাশাপাশি প্রকৌশলীদের সংগঠনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রাথমিকভাবে কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে বিষয়টির বিস্তৃত পর্যালোচনার প্রয়োজনীয়তা বিবেচনায় একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, তিন দফা দাবিতে আগস্টের শেষ দিকে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রারও চেষ্টা করেন।
গঠিত কমিটি বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবির বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।








