Logo

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ২০:১১
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটারও অন্তর্ভুক্ত।

আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা যায়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চসংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

বিজ্ঞাপন

ইসি সচিবালয় জানায়, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ ও ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে চলছে। যেহেতু এবারের নির্বাচনে ভোটারদের দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং সময়ের প্রয়োজন হতে পারে বলে কমিশন ইতিমধ্যেই সতর্ক করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD