গাইবান্ধা ও দিনাজপুরের লিচু চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাইবান্ধা ও দিনাজপুরের লিচু চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা ও দিনাজপুরে লিচু চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে বাগান মালিকেরা চোখে সরিষা ফুল দেখছে। 

সরেজমিনে গিয়ে লিচু বাগান মালিক সূত্রে জানা যায়, গাইবান্ধা ও দিনাজপুর জেলার চলতি মৌসুমের তুলনায় আবহাওয়া জনিত কারণে লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা দিয়েছে।

 বাগান মালিক জানায়, গত ১০ বছরের তুলনায় এ বছর ব্যাপক লিচুর ফুল দেখা দিয়েছে। বৈরী আবহাওয়া জনিত কারণে বাগানের সব ফুল ঝরে গিয়ে শুধু স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে লিচু গাছ। দুই-একটি বাগানে সামান্য কিছু লিচু দেখা গেলেও সব বাগানে শুধু রয়েছে গাছ। আগামী লিচু মৌসুমে গাইবান্ধা ও দিনাজপুর জেলায় লিচু সংকট দেখা দিতে পারে বলে তাদের ধারণা। লিচু বাগানে সেচ, রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ ও আনুসাঙ্গিক যে খরচ হয়েছে বাগান মালিকরা কেউ খরচের টাকা তুলতে পারবেনা। কি কারণে লিচুর সব ফুল ঝরে পড়েছে তা কোন বাগান মালিক কারণ নির্ণয় করতে পারছেন না। 

তবে এলাকার সচেতন মহলের মতে আবহাওয়া জনিত কারণে সকল ফুল ঝড়ে পড়েছে বলে তাদের ধারণা। বর্তমানে লিচু মালিকেরা এবারের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে চোঠে সরিষা ফুল দেখছে।

এসএ/