জাতীয় পার্টিকে উৎখাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪
এবার জাতীয় উৎখাতের ঘোষণা ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি কয়েকজনকে পিটিয়েছে এবং অস্ত্রসহ মহড়া দিচ্ছে, এমন অভিযোগ তুলে এ ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: বিসিএস পরীক্ষায় ৪ বার অংশ নেওয়া যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়
ওই পোস্টে তিনি লিখেছেন, “রাজু ভাস্কর্য থেকে ৭টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।”
আরও পড়ুন: কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন জিয়াউল হক
এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান বলে অ্যাখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি।
ওই পোস্টে হাসনাত বলেন, “জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”
জেবি/এসবি