জাতীয় পার্টির কার্যালয়ে আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪


জাতীয় পার্টির কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনও তথ্য মেলেনি। তবে কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 


আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রথমে অফিসের সামনের দিকে অগ্নিসংযোগ করা হলেও  শেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরেও ছড়িয়ে পরে আগুন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থীকে পেটায় এবং ধাওয়া দেয় পার্টির নেতাকর্মীরা। 


পরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ডাকে শিক্ষার্থীরা ওই এলাকায় জড়ো হলে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।


এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। 


জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, “জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”

জেবি/এসবি