Logo

চলে গেলেন সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ২২:০২
চলে গেলেন সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জ্যেষ্ঠ আমলা এম হাফিজ উদ্দিন খান আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এম হাফিজ উদ্দিন খান ছিলেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব। ১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়সহ অন্তত সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। প্রায় ১৫ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি উত্তরার নিজ বাসভবনে স্ত্রীসহ বসবাস করতেন।

বিজ্ঞাপন

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং ১৯৬১ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্স বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।

সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের সন্তান হাফিজ উদ্দিন খান সততা ও পেশাদারিত্বের জন্য পরিচিত ছিলেন। আগামী শুক্রবার জুমার নামাজ শেষে সিরাজগঞ্জে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD