Logo

আ.লীগকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয়: শারমীন এস মুরশিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ২০:৩৩
আ.লীগকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয়: শারমীন এস মুরশিদ
শারমীন এস মুরশিদ | ফাইল ছবি

আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে প্রথমবারের মতো খোলামেলা বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনার দায় অন্তর্বর্তী সরকারের নয়; বরং জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলাই আওয়ামী লীগের দায়িত্ব।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগকে আগে নিজেকে সংশোধন করে জনগণের সামনে দাঁড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের দায় আওয়ামী লীগের প্রতি নয়, তাদের দায় জনগণের কাছে। জনগণের কাছে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করাই দলটির কর্তব্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ক্ষোভ ছিল এবং তারা ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কি না— এ ধরনের প্রশ্ন ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সামনে এরই মধ্যে যথেষ্ট দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে।

শারমীন এস মুরশিদ বলেন, আওয়ামী লীগকে ঘিরে কোনো বিতর্কে অন্তর্বর্তী সরকার যাবে না এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো আলোচনা হবে না। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে।

তিনি বলেন, একটি দলের নেতৃত্বের বিরুদ্ধে যদি একাধিক গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তবে তার বিচার হওয়া জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করে চলে যাবে, এরপর যে সরকার আসবে তারা বিষয়টি দেখবে। জনগণ যদি চায়, তখনই কেবল আওয়ামী লীগের ফেরার প্রশ্ন আসতে পারে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, দেশে গুম, খুন, নারী নির্যাতন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির সঙ্গে আওয়ামী লীগের শাসনামল জড়িত। এসব বিষয় জাতির সামনে স্পষ্ট এবং এর দায় এড়ানোর সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের নিরাপত্তা প্রসঙ্গেও কড়া অবস্থান নেন সমাজকল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব হলো নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত অনেক দল এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নারী প্রতিনিধিত্বকে গুরুত্ব দিচ্ছে না। ৩০টি রাজনৈতিক দলের কেউই নারী প্রতিনিধি দেয়নি, অথচ গণঅভ্যুত্থানে হাজার হাজার নারী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নারীদের কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং ন্যায্য অধিকার দিতে হবে।

শারমীন এস মুরশিদ বলেন, দেশে মোট জনসংখ্যার ৫২ শতাংশ নারী। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও প্রতিশ্রুতিতে প্রতিফলিত হতে হবে। নারী ও শিশুদের অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে তিনি নীরব থাকবেন না এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুস্পষ্ট জবাব চাইবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD