Logo

নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৪
নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভোট গণনায় একাধিক নতুন প্রক্রিয়া যুক্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনে শুধু সংসদ নির্বাচনই নয়, একই সঙ্গে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুটি আলাদা ভোটের ফল একসঙ্গে গণনা করতে হবে। এর পাশাপাশি পোস্টাল ব্যালটও থাকায় ভোট গণনার পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় বেশি লাগতে পারে।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, ভোট গণনায় বিলম্ব হলে অনেক সময় অপপ্রচার ও গুজব ছড়ানোর আশঙ্কা থাকে। বিষয়টি মাথায় রেখেই আগেভাগে সবাইকে জানানো হচ্ছে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে।

তিনি জানান, এবারের নির্বাচনে বেশ কিছু নতুন ব্যবস্থা ও পদ্ধতি চালু করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো ভোট গণনা যেন আরও স্বচ্ছ, নির্ভুল ও গ্রহণযোগ্য হয়। এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে গেলে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

প্রেস সচিব আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপার কাজ শুরু হচ্ছে।

তিনি নির্বাচন কমিশনের সচিবের উদ্ধৃতি দিয়ে জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সমাধান হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী দেশের সব আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD