Logo

এবারের ভোট ভবিষ্যতের নির্বাচনের আদর্শ গড়বে: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৭:২৭
এবারের ভোট ভবিষ্যতের নির্বাচনের আদর্শ গড়বে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নিরাপত্তা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করাই সরকারের মূল দায়িত্ব। এটি জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারলে তা ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হবে। নির্বাচনের দিন কোনো ধরনের ঘাটতি বা ত্রুটি যেন না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি যেন কোথাও কোনো গলদ না থাকে—এটাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন

ড. ইউনূস আরও বলেন, এবারের নির্বাচন এমনভাবে আয়োজন করতে হবে, যাতে তা ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি আদর্শ উদাহরণ হয়ে ওঠে। নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই ধাপে ধাপে প্রস্তুতির পরীক্ষা শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি হবে সেই প্রস্তুতির চূড়ান্ত পর্ব। নির্বাচন কমিশনের নির্দেশনাই এখন সর্বোচ্চ নির্দেশনা—সবাইকে তা মেনে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে।

বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। দেশি-বিদেশি বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যবেক্ষক এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন, তাই আমাদেরও সমানভাবে প্রস্তুত ও দায়িত্বশীল থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির আলোকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ইতিবাচক মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রবণতাকেও তিনি সাধুবাদ জানান।

বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের একটি পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে এবং ইতোমধ্যে তাদের বেশ কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাত থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। সাইবার জগতে অপতথ্য ও গুজব এবারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। দলীয় প্রতীকের ব্যালট, গণভোটের ব্যালট এবং পোস্টাল ব্যালট গণনায় সময় কিছুটা বেশি লাগতে পারে বলেও জানান তিনি।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভোটের দিন সব কেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ সচল রাখতে কাজ চলছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বৈঠকে জানান, গত বছরের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। নির্বাচনের সময় জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জানান, ভোটকেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে করে কোনো অনিয়ম বা বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রয়োজন হলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও ভোটকেন্দ্রের আঙিনায় আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানান, বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে এবং ভোটের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সব বাহিনী মাঠে থাকবে।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা বলেন, বডি ক্যামেরার যথাযথ ব্যবহার নির্বাচন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। প্রয়োজনে নিয়মিত ও ঘন ঘন এ ধরনের বৈঠক আয়োজন করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD