Logo

র‍্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী মুখার্জি

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৪:২৪
53Shares
র‍্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী মুখার্জি
ছবি: সংগৃহীত

বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সর্ব মহলের

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন তিনি। সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সর্ব মহলের। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হল নায়িকাকে।

সপ্তাহ খানেক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র‌্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল এই অভিনেত্রীকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।

এক ব্যক্তি লেখেন, ‘বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।’ আরেকজন লেখেন, ‘মানুষের রুচি শেষ হয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মূল্য কখনো বুঝবেন না।’ আরেকজন লেখেন, ‘বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ লাগে।’ অপর একজন লেখেন, ‘এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।’ যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্যেরই উত্তর দেননি কৌশানী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বহুরূপী সিনেমাটি নির্মাণ করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই সিনেমাটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD