কক্সবাজারে পুকুরে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে যায় তারা। তাদের একজনকে সোয়া একটার দিকে ও আরেকজনকে দুইটার দিকে উদ্ধার করে নামাজ পড়তে যাওয়া মুসল্লী ও পাড়ার লোকজন।
আরও পড়ুন: যাত্রী পালিয়ে গেলেও ব্যাগে মিলেছে ৮০ হাজার ইয়াবা
মারা যাওয়া দুই শিশু হল, ওই এলাকার স্বপন মিয়ার ছেলে সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।
অলির বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর সন্ধান না পাওয়ায় একঘন্টা পর পুকুরে জাল ফেলে মিশকাতের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন বন্ধ
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্ট এ চাকুরী করতো। সে সুবাদে নানাীর কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো। নানীকেই সে মা সম্মোধন করতো।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১

আখাউড়া পাবলিক লাইব্রেরী পুন নির্মাণ কাজের উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

চবিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ ন্যাশনাল রাউন্ড
