ধবলধোলাইয়ের পর বিশেষ ক্ষমতা হারাচ্ছেন গম্ভীর!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪
কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) গৌতম গম্ভীরের শিরোপা জেতানো, আর জাতীয় দলে কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরিয়ে যাওয়া; এই দুইয়ের মিশেলে ভারতীয় দলের নতুন হেড কোচ হন গম্ভীর। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারকে কোচ করে যেন পুরোনো জিনিসই নতুন করে বুঝলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দল নির্বাচনের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর চাপ বেড়েছে গম্ভীরের ওপর। যে সুবিধা তিনি পাচ্ছিলেন ভবিষ্যতে সেটি পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কোচ হওয়ার পর এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি গম্ভীর। তার প্রথম সফর ছিল শ্রীলঙ্কা। সেখানে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হেরেছিল ভারত। ঘরের মাঠে বাংলাদেশকে টেস্টে ও টি-টোয়েন্টিতে হারালেও নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে দল।
এই প্রথমবার ঘরের মাটিতে তিন বা তার বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার রেকর্ড গড়ে ভারত। অর্থাৎ, গম্ভীরের কোচিংয়ে ভারত দু’টি টি-টোয়েন্টি, দু’টি টেস্ট ও একটি একদিনের সিরিজ খেলেছে। পাঁচটির মধ্যে দু’টি সিরিজ হেরেছে তারা। এই হারের দায় দলের পাশাপাশি কোচের ওপরেও বর্তায়। সূত্রের খবর, গম্ভীরকে সে কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সুবিধা দিয়েছিল বোর্ড। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন গম্ভীর। বোর্ডের নিয়ম অনুযায়ী, দল নির্বাচনের সময় কোচ সেখানে থাকতে পারেন না। কিন্তু গম্ভীরকে সেই অনুমতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের বৈঠকে তিনি ছিলেন।’
নিউজিল্যান্ড সিরিজটা ভারতকে বাস্তবতা দেখাল যেন। যার রেশ লেগেছে গৌতম গম্ভীরের ওপরও। এখনই হয়তো চাকরি যাবে না। কারণ, ভারতীয় বোর্ডের নিয়ম আলাদা। সেখানে কাউকে দায়িত্ব দেওয়া হলে সেই সময়টা দেওয়া হয়। কিন্তু দ্রাবিড় যে সাফল্য দিয়ে ছেড়েছিলেন সেখান থেকে দায়িত্ব নেওয়ায় বাড়তি চাপ রয়েছে গম্ভীরের ওপর। তিনিও আইপিএলের কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেই কোচের পদ পেয়েছেন।
অর্থাৎ, গম্ভীর জানেন কীভাবে জিততে হয়। তিনি নিজের সুনাম ধরে রাখার আরও একটি সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারলে কিছুটা হলেও আগের ব্যর্থতা ঢাকতে পারবেন গম্ভীর। তবে অস্ট্রেলিয়া থেকে হেরে ফিরলে কিন্তু চাকরি বাঁচানো কঠিন হয়ে যাবে কোচ গম্ভীরের।
আরএক্স/