Logo

কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৪, ০৩:৩৭
38Shares
কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে বাধার মুখে  নির্বাহী ম্যাজিস্ট্রেট
ছবি: সংগৃহীত

বাজার মনিটরিং করতে গিয়ে অসাধু ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে অসাধু ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ। 

বিজ্ঞাপন

  

মঙ্গলবার দুপুরে সফিপুর কাঁচাবাজারে অভিযান চালানোর সময় কিছু ব্যবসায়ী তাকে বাধা প্রদান করেন এবং পরবর্তীতে তার গাড়ি বহরকে ধাওয়া করেন।

বিজ্ঞাপন

অভিযানকালে দিল আফরোজ অনিয়মের দায়ে দুটি দোকানকে জরিমানা করেন, যার মধ্যে আরিফুল মিয়াকে ৫ হাজার টাকা এবং রাজু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরপরই কিছু অসাধু ব্যবসায়ী তাকে ঘিরে বাকবিতণ্ডা শুরু করে, ফলে পরিস্থিতির অবনতি ঘটে এবং তাকে বাজার ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।

বিজ্ঞাপন

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বাজার মনিটরিংয়ের সময় সরকারি কাজে বাধা প্রদানকারী এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD