কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ স্থানীয় জনগন মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে
বিজ্ঞাপন
গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ স্থানীয় জনগন মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরও পড়ুন: গাজীপুরে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি
বিজ্ঞাপন
সোমবার (৪ নভেম্বর) রাতে স্থানীয় জনগন ৪৮ কেজি গাজাসহ দুইজন কে আটক করেছে, আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বহেড়াতলী গ্রামের রবিন হোসেন (২৪) এবং ইসমাইল হোসেনের ছেলে মানিক মিয়া (৩২)।
বিজ্ঞাপন
মোঙ্গলবার (৫ ই নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিয়াকৈর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত এ এস পি আফজাল হোসেন খান বলেন, রবিন ও মানিক বাহ্মনবাড়িয়া থেকে পিকআপ ভর্তি গাজা নিয়ে গাজীপুরে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাতলা এলাকার স্থানীয় জনগণ গাঁজা ভর্তি পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে।
বিজ্ঞাপন
আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিল। এবিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ওসি তদন্ত জাফর আহম্মেদ, ওসি অপারেশন যুবায়ের হোসেন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
বিজ্ঞাপন
এসডি/








