সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪
২৬ অক্টোবর নির্বাচনের পর আজই প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি তুলে ধরেছেন সাফজয়ীরা
সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী ফুটকল দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় থাকবেন।
তিনি আরও জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন।
আরও পড়ুন: যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল
এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছিল।
বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।
এমএল/