Logo

রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৪, ০১:০৩
33Shares
রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ছবি: সংগৃহীত

বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে

বিজ্ঞাপন

রাজবাড়ীর বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

বিজ্ঞাপন

রবিবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। আটককৃত ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। সে যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে। 

বিজ্ঞাপন

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো. হাসিবুল হাসান, এ,এস,পি পাংশা সার্কেল দেবব্রত। বালিয়াকান্দি থানার ওসি জামার উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেন। 

পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, গত কাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহাড়ায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা পুলিশ কে জানালে তারা এসে নিয়ে যায়। 

বিজ্ঞাপন

প্রহিত নিখিল চক্রর্বতী বলেন, এই মন্দিরের প্রহিত ছিল  আমার বাবা, বাবা গত হওয়ার পর থেকে আমি প্রহিত ৫২ বছরে এমন ঘটনা কখনো ঘটেনি এই প্রথম এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাই।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আটক হুমায়ুন ধারণা করা হচ্ছে পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিলো। মন্দির কমিটি লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক