রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪
রাজবাড়ীর বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরও পড়ুন: ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি
রবিবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। আটককৃত ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। সে যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো. হাসিবুল হাসান, এ,এস,পি পাংশা সার্কেল দেবব্রত। বালিয়াকান্দি থানার ওসি জামার উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেন।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, গত কাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহাড়ায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা পুলিশ কে জানালে তারা এসে নিয়ে যায়।
প্রহিত নিখিল চক্রর্বতী বলেন, এই মন্দিরের প্রহিত ছিল আমার বাবা, বাবা গত হওয়ার পর থেকে আমি প্রহিত ৫২ বছরে এমন ঘটনা কখনো ঘটেনি এই প্রথম এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাই।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আটক হুমায়ুন ধারণা করা হচ্ছে পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিলো। মন্দির কমিটি লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসডি/