বগুড়ায় নিজ বাসার ডিপ ফ্রিজে নারীর লাশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪


বগুড়ায় নিজ বাসার ডিপ ফ্রিজে নারীর লাশ
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির ডিপ ফ্রিজ থেকে এক নারীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন তার স্বামী, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রবিবার (১০ নরভেম্বর) উপজেলা সদরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম এস এম আজিজুর রহমানের স্ত্রী।


আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে জয়পুরহাটে বিএনপির গণসংযোগ


পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে আজিজুর রহমানের চার তলাবিশিষ্ট বাড়ি রয়েছে। ওই বাড়ির তৃতীয় তলায় ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ তলায় ভাড়াটিয়া থাকেন। রবিবার সকাল পৌনে ১০টায় আজিজুর ও তাঁর দশম শ্রেণিপড়ুয়া ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান অন্যান্য দিনের মতো মাদ্রাসায় চলে যান। বাসায় একাই ছিলেন সালমা। দুপুর দেড় ১টার দিকে সাদ বাসায় ফিরে দেখে, মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ। কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে বাসায় গিয়ে দেখে, জিনিসপত্র এলোমেলো। সে বিষয়টি মোবাইল ফোনে বাবাকে জানায়। আজিজুর রহমান দ্রুত বাসায় ফিরে স্ত্রীকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাসায় রাখা ডিপ ফ্রিজের ঢাকনা কিছুটা উঁচু অবস্থায় দেখতে পান তিনি। ঢাকনা খুলে রশি দিয়ে হাত-পা বাঁধা স্ত্রীকে দেখেন। তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আরও পড়ুন: সাম্প্রদায়িক প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে জয়পুরহাটে বিএনপির গণসংযোগ

 

আজিজুর রহমান বলেন, ‘মনে হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা করেছিল। আমার স্ত্রী তাদের হাতে আলমারির চাবি দিতে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করে ফ্রিজে রেখে গেছে। বাড়ির জিনিসপত্র কিছু নিতে পারলেও সব এলোমেলো করেছে তারা। ধারালো অস্ত্র দিয়ে আলমারি কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুড়াল দিয়ে আলমারি কাটার চেষ্টা করা হয়েছে।’


দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কারা কী কারণে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। ওই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


আরএক্স/