Logo

কৃষি দিবস উপলক্ষ্যে বশেমুরকৃবি বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৫
29Shares
কৃষি দিবস উপলক্ষ্যে বশেমুরকৃবি বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

কৃষি দিবস ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বাঁধন শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

জাতীয় কৃষি দিবস ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বাঁধন শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিন (Gene) ব্যাংকের ভিতর এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে বিভিন্ন ভেষজ ও ফলের বৃক্ষের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বশেমুরকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, বশেমুরকৃবি বাঁধন শাখার আহ্বায়ক মো. শফিকুল আলম, সদস্য সচিব তোফায়েল আহমেদসহ বাঁধনের অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ট্রেজারার বলেন, মানবতার জন্য বাঁধন যেমন মানুষকে আত্মার বাঁধনে বেঁধেছে, বৃক্ষও তেমনি মানুষের জীবনকে অক্সিজেন প্রদান, কার্বনডাই-অক্সাইড গ্রহণসহ নানানভাবে উপকার করে মানুষের অস্তিত্ব রক্ষার কাজ করে থাকে। এ কৃষি দিবসে বৃক্ষের অনবদ্য ভূমিকার কথাও তাঁর বক্তৃতায় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। 

বিজ্ঞাপন

অন্যদিকে বশেমুরকৃবি বাঁধন শাখার আহ্বায়ক মো. শফিকুল আলম বলেন, মানবতার সেবা কেবল রক্ত দিয়েই হয়না, বরং এর সাথে নানান সামাজিক কার্যক্রমও জড়িত। মানুষকে সুস্থ্য থাকতে হলে বিশুদ্ধ রক্তের পাশাপাশি পরিবেশের সার্বিক উন্নয়নও জরুরি বলে এ আহ্বায়ক মনে করেন। উল্লেখ্য, ২০০৮ সালে নভেম্বর মাস, থেকে বাংলাদেশে জাতীয়ভাবে কৃষি দিবস পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD