১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪


১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার
ছবি: প্রতিনিধি

যোগদানের এক মাস ২৮ দিনে এসে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।


আরও পড়ুন:  কক্সবাজারে পুকুরে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

 রবিবার (১৭ নভেম্বর) তাকে কক্সবাজার সদর থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।


চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।


কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ওসি ফয়জুলকে সদর থানা থেকে প্রত্যাহার করার আদেশ পেয়েছি। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন: কক্সবাজারে খড়ের গাদায় পুঁতে রাখা বিদ্যুতের তারে প্রতিবেশীর মৃত্যু


প্রজ্ঞাপনটি প্রত্যাহারের কোন কারণ উল্লেখ করা না থাকলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্য সহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই নিয়ে নানা সমালোচনা মুখে পড়েন তিনি। এর জের ধরে প্রত্যাহারের আদেশটি দেয়া হয়।


এসডি/