Logo

আবারও প্রেমে জড়িয়েছেন নায়িকা পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, ০২:১৭
51Shares
আবারও প্রেমে জড়িয়েছেন নায়িকা পরীমণি
ছবি: সংগৃহীত

আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি

বিজ্ঞাপন

আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।

বিজ্ঞাপন

যদিও চলতি বছরের শুরুতে পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে আর নতুন কনো সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা কিছু সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে সম্পর্কে নিজেকে বাঁধবেন না।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে নিজের জীবনে গুছাতে শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে ও মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন  কোন সম্পর্কের দরকার নেই।

বিজ্ঞাপন

সেই ঘোষণা দেওয়ার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন পরিমনি। শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন তার সেই ভিডিওতে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেউ লিখেছেন, ‘পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে।’ কারো কারো মন্তব্য, ‘এবার আর ভুল করো না। কেউ কেউ বলেন আশা করছি  এবার তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছো।’

যদিও সেই মন্তব্যে গুলোর  জবাবে পরীমণি এখনও কিছু জানয়নি। আপাতত তিনি  সন্তান ও নতুন সম্পর্ক নিয়ে বেশ সুখে আছেন। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD