Logo

নতুন প্রেমে মজেছেন আশনা হাবিব ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৪, ০৭:৪৯
64Shares
নতুন প্রেমে মজেছেন আশনা হাবিব ভাবনা
ছবি: সংগৃহীত

এরপর থেকেই ভাবনা অনেকটা আড়ালে চলে যান

বিজ্ঞাপন

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত তিনি। তবে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দু’মুখো আচরণের কারণে তুমুল সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। এরপর থেকেই ভাবনা অনেকটা আড়ালে চলে যান।

বর্তমানে আড়াল ভেঙে আবারও সবর হচ্ছেন কাজে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে যাচ্ছেন বিভিন্ন কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেত্রী। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান, ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি।

ভাবনা বলেন, ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি কারো প্রেমে পড়তে চাই না।

বিজ্ঞাপন

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই। নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী টালিউডের স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD