এবার ‘পিনিক’ নিয়ে হাজির হচ্ছে আদর-বুবলি

আবারো নতুন এক সিনেমা নিয়ে হাজির হচ্চেন আদর আজাদ ও শবনম বুবলি
বিজ্ঞাপন
আবারো নতুন এক সিনেমা নিয়ে হাজির হচ্চেন আদর আজাদ ও শবনম বুবলি। সিনেমা পরিচালনায় রয়েছে জাহিদ জুয়েল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিনেমাটির পোস্টার তথা ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। আর সেখানেই সিনেমার নাম ঘোষণা করা হয়। জানাযায় ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞাপন
ছবির ওই পোস্টারে পাওয়া যায় অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
সিনেমাটিতে অভিনয় করছেন আদর আজাদ, শবনম বুবলীছ ছ আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, মোমেনা চৌধুরী, আজাদ আবুল কালাম, মাসুম বাশার, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনায় করছে ।
বিজ্ঞাপন
‘তালাশ’ সিনেমা দিয়ে পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তারা। এবার ‘পিনিক’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শোনা যাচ্ছে, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমা।
বিজ্ঞাপন
ঈদ মানেই যেন সিনেমার বাজারে নতুন আশা। এর কারণ, সারা বছরের মধ্যে দুই ঈদেই কিছুটা আলোর মুখ দেখে হল ব্যবসায়ীরা। নির্মাতা, প্রযোজকদেরও পরিকল্পনা থাকে ঈদে সিনেমা নির্মাণের। আদর-বুবলীর ‘পিনিক’ সিনেমা হয়তো ঈদে বিশেষ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
এসডি/









