Logo

নাটোরে শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, ০৩:৩২
39Shares
নাটোরে শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

নাটোরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. হযরত আলী (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

নাটোরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. হযরত আলী (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। আসামি হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই শিশু শিক্ষার্থী ব্র্যাক পরিচালিত বাগরুম শিশু নিকেতনে হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই শিক্ষার্থীকে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় এ আসামি। পরে সেখানে তার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন হযরত আলী। পরে এ বিষয়টি কাউকে না বলতে ভয়-ভীতি দেখান তিনি।

এ ঘটনার চার দিনের মাথায় ১২ জুলাই দুপুরের দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর তার বাবা-মা জিজ্ঞাসা করলে ঘটনাটি খুলে বলে ওই শিশু। এ ঘটনায় ১৩ জুলাই শিশুটির বাবা আব্দুল আওয়াল বাদী হয়ে হযরত আলীকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ সোমবার দুপুরে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD