Logo

জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৪, ০৫:১৬
28Shares
জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি
ছবি: সংগৃহীত

জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি

বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাননি। ভরতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। বরং পুরো জাতিকে হুমকি দিচ্ছে। এজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। নয়তো তারা সুযোগ নিয়ে আবার দেশে বিশৃঙ্খলা করতে পারে। কারণ তারা ষড়যন্ত্রে লিপ্ত।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের আউটার মাঠে মাসব্যাপী দেশীয় শিল্প ও পূণ্য মেলায় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ্যানি আরও বলেন, একসময় আওয়ামী লীগ মিছিল করেছে। এখন তারা সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করতেছে।

আমরা যারা লড়াই-সংগ্রাম , অত্যাচারিত-নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছি। যদি আমরা এখন সহজাগ না থাকি তারা এ বিপ্লবকে নস্যাৎ করে ফেলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, ভবিষ্যত বাংলাদেশটাকে সুন্দর করে ধরে রাখতে হবে। ভবিষ্যত বাংলাদেশটাকে দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসেবে। আমি বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি। এ দায়িত্ব কি আমার একা? আমি কি আমার জন্য আন্দোলন করেছি? না। বিএনপি আন্দোলন করেছে দেশ ও দেশের জনগণের জন্য। ছাত্র-জনতার আন্দোলন ও দেশের জন্য। সুতারং বিএনপির টার্গেট ও ছাত্রদের টার্গেট একই সূত্রে গাঁথা। আমাদেরকে একই লক্ষ্যে পৌঁছতে হবে।

বাফুফের সহসভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নিমন্ত্রণে আয়োজিত দেশীয় শিল্প ও পূণ্য মেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি