শালিখায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: মাগুরা পোশাক কারখানায় স্বাবলম্বী হাজারো নারী
আটক কৃত ব্যাক্তি উপজেলার হরিশপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম ঝন্টু (৩০)। তাকে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় হরিশপুর গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে পুলিশ।
শালিখা থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বি পিএম স্যারের দিক নির্দেশনায় শালিখা থানা এস আই মো. আনোয়ার হোসেন, এসআই কাজী শাহ আলম, এএসআই শুব্রত কুমার ও এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্স ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করে। এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
এসডি/