‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৩০শে নভেম্বর ২০২৪


‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না’
সংগৃহীত

হাতে গোনা কয়েকজন ঢালিউডে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তাদের মধ্যে একজন মাহি। দর্শকের কাছে  আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে তিনি সক্ষম হয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমার সাফল্যই সেটার প্রমাণ।


আরও পড়ুন: বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি


বর্তমানে কাজের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। সম্প্রতি মাহিয়া মাহি তার পেজে ও ফেসবুক আইডি একসঙ্গে ১৫টি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছে।


তার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, চুলগুলোখোলা খোশ মেজাজে কোন এক রেস্টুরেন্টে কফি খেতে গেছেন। তার পরনে ছিল ধূসর রঙের টি-শার্ট।তার হাসি ও চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে।


ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।’ কমেন্ট বক্সে মনি আক্তার লিখেছেন, ‘ইশ্ ক্যাপশনটা তে কেমন যেন মিথ্যার ছোঁয়া আছে, তবে অসাধারণ লাগছে।’


হালিম সরকার নামে এক নেটিজেন , ‘অগ্নি কন্যা হিসেবে আবার দেখতে চাই।’ আমান উল্লাহর ভাষ্য, ‘আপু আপনার নামের পাশে সরকার এটা চেঞ্জ করতেছেন না কেন।’


আরও পড়ুন: জানা গেল পরীমনির হাতে হাত রাখা ব্যক্তির পরিচয়


প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তাদের এই সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু আড়াই বছরের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।


এসডি/