Logo

দ্বিতীয় বিয়ে করে বিতর্কে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

profile picture
বিনোদন ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৪
দ্বিতীয় বিয়ে করে বিতর্কে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা কিংবা রাজনৈতিক বক্তব্য নয়, বরং ব্যক্তিগত জীবনের এক সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে করে বিপাকে পড়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে মডেল রিতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিরণ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবিতে দেখা যায়, লাল বেনারসি শাড়িতে রিতিকা এবং হলুদ রঙের কুর্তায় হিরণ। অভিনেতা নিজেই প্রথমে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন।

তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শুরু হয় সমালোচনার ঝড়। বিতর্ক বাড়তে থাকায় কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি মুছে ফেলেন তিনি। কলকাতা ছেড়ে দূরের বারাণসীতে গিয়ে গোপনে বিয়ে করার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এই বিয়েকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন। এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখনও তাদের আইনগত বিচ্ছেদ হয়নি। তাকে কিছু না জানিয়েই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হিরণ, যা আইন ও নৈতিক—কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়।

শুধু তাই নয়, প্রথম স্ত্রীর অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে হিরণ তার সন্তানের খোঁজখবর নেননি। বাবার দ্বিতীয় বিয়ের খবরে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও জানান তিনি। অনিন্দিতা বলেন, “আমার মেয়েই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে। একজন বাবা যখন নিজের সন্তানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তখন সেই ক্ষত সারাজীবন থেকে যায়।”

বিজ্ঞাপন

হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের এই ঘটনা এখন ওপার বাংলার বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD