সাইবার ক্রাইম বিভাগের সহায়তা চাইলেন বুবলী

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে লাগাতার গুজব, মনগড়া তথ্য ও ব্যক্তিগত আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি দেশের সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন তথ্য দিয়ে ভিডিও তৈরি করে শিল্পীদের সম্মানহানি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আক্ষেপ করে বলেন, দুঃখজনকভাবে ইদানীং নারীরাই নারীদের বিরুদ্ধে বেশি ট্রলিংয়ে জড়াচ্ছেন।
বুবলী আরও বলেন, অনেক হিজাব পরা নারীও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন, যা তাকে ভীষণ কষ্ট দেয়। তার মতে, এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ইসলামের মূল শিক্ষারও পরিপন্থী। তিনি বলেন, ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞাপন
সাইবার ক্রাইম বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বুবলী বলেন, এই ধরনের অপপ্রচারের মাধ্যমে শিল্পীদের দেশের ভেতরে ও বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত নজরদারি বাড়ানো এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে, বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন সম্প্রতি শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি ব্যক্তিগত পরিসরেই রাখতে চান বলে জানান। বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক, তবে এসব আলোচনা করার জন্য সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। যেহেতু তিনি একটি উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই এ বিষয়ে আর কথা বলতে চাননি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোমান্টিক গান সম্প্রতি ‘ওয়ান টেক’-এ শুট করা হয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করেছে।








