Logo

হইচইয়ে আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক কমেডি ‘একসাথে আলাদা’

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৪
হইচইয়ে আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক কমেডি ‘একসাথে আলাদা’
ছবি: সংগৃহীত

আধুনিক নগরজীবনের প্রেম, সম্পর্ক ও মান-অভিমানের গল্প নিয়ে নতুন অরিজিনাল ফিল্ম আনছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ‘একসাথে আলাদা’ শিরোনামের এই রোম্যান্টিক-কমেডি চলচ্চিত্রের মাধ্যমে হইচই প্রথমবারের মতো এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

নির্মাতা রেজাউর রহমান পরিচালিত এই ফিল্মে উঠে আসবে সমসাময়িক শহুরে জীবনের প্রেমের জটিলতা ও সম্পর্কের টানাপড়েন। গল্পে রোমান্সের পাশাপাশি থাকবে হালকা কমেডির ছোঁয়া, যা দর্শকদের জন্য ভিন্ন স্বাদের অভিজ্ঞতা তৈরি করবে বলে নির্মাতার প্রত্যাশা।

ফিল্মটিতে ইয়াশ রোহান অভিনয় করেছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। দর্শকপ্রিয় এই জুটিকে হইচইয়ের পর্দায় এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে। নির্মাতাদের দাবি, ‘একসাথে আলাদা’য় ইয়াশ-পারসাকে একেবারেই নতুন ও সময়োপযোগী রূপে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার প্রকাশ করা হয়। গোলাপি আভার পোস্টারে ইয়াশ ও পারসার উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে এই নতুন গল্প ও জুটির রসায়ন দেখার অপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD