সমালোচকদের উদ্দেশে পরীমনি: ‘তাদের জন্য খারাপ লাগছে না’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও অনুভূতি প্রকাশ করেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। তবে এসব কারণে মাঝেমধ্যেই নেটিজেনদের একাংশের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
এবার সেই সমালোচকদের উদ্দেশেই একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বয়স, সৌন্দর্য এবং নেতিবাচক মানসিকতা নিয়ে মন্তব্য করেন।
পোস্টে পরীমণি লেখেন, অন্যের সৌন্দর্য কিংবা বয়স নিয়ে মন্তব্য না করে নিজের জীবনের ইতিবাচক দিক খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, জীবন ছোট বা বড়—এমন কোনো বিষয় নয়; বরং জীবন অনিশ্চিত, তাই সেটাকে উপভোগ করাই গুরুত্বপূর্ণ।
সমালোচকদের মানসিকতা নিয়ে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, মনের কুৎসিততা দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা রয়েছে, সে কারণে তাদের জন্য তার মোটেও খারাপ লাগছে না। বরং নিজের জীবনের আলোকিত দিকগুলো দেখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
পোস্টের শেষ অংশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে ‘একটা পরী’ হিসেবে উল্লেখ করেন পরীমনি।
তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পরীমনির আত্মবিশ্বাসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এবং অকারণ ট্রল ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে এটিকে যথাযথ জবাব বলে মন্তব্য করেছেন।








