ওমরাহ পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া কেসুমা। সৌদি আরবে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়ার পর গত ১৫ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, নাদিয়া কেসুমা ১৪ জানুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। দেশটিতে পৌঁছানোর দিনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে। পরদিন সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ। একই সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী নরিনী আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে মৃত্যুর খবরটি জানান।
বিজ্ঞাপন
নাদিয়ার মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ১৫ জানুয়ারি সকাল ৮টা ৫ মিনিটে তার মা মারা যান। তিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিবার ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই নাদিয়ার হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নাদিয়া কেসুমা মালয়েশিয়ার বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ‘শয়তান মুনাফিক’ ও ‘কুদেতা’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রকৃত নাম নাদিয়াহ কাসুমাওয়াতি আব্দুল করিম।
বিজ্ঞাপন
জানা গেছে, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ওমরাহ পালনের পরিকল্পনা নিয়ে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে মালয়েশিয়ার বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








