Logo

ওটিটিতে আসছে রণবীর সিংয়ের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩২
ওটিটিতে আসছে রণবীর সিংয়ের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’
ছবি: সংগৃহীত

বক্স অফিসে রেকর্ড ভেঙে আলোচনার শীর্ষে থাকা আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ এবার প্রেক্ষাগৃহ ছাড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমাটি খুব শিগগিরই ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

বিজ্ঞাপন

ভারতীয় বিনোদনবিষয়ক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ধুরন্ধর’। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দেড় মাসের মধ্যেই ওটিটিতে আসার খবরে সিনেমাটির অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

বলিউড সূত্র জানায়, ‘ধুরন্ধর’ এবং এর সিকুয়েলের ডিজিটাল স্বত্ব নিয়ে নেটফ্লিক্স ও প্রযোজনা সংস্থার মধ্যে প্রায় ১৩০ কোটি রুপির একটি বড় চুক্তি হয়েছে। এই চুক্তিকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে সিনেমাটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৩৯ কোটি ৮০ লাখ রুপি। শুধু ভারতেই ৪৮ দিনে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৮৮৪ কোটি রুপি এবং গ্রস আয়ে পৌঁছেছে প্রায় ৯৯৫ কোটি রুপিতে। আয় ও জনপ্রিয়তায় সানি দেওলের ‘গদর ২’ এবং অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো সুপারহিট সিনেমাকেও পেছনে ফেলেছে এটি।

সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে সিকুয়েলের ঘোষণা দিয়েছেন পরিচালক আদিত্য ধর। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ শিরোনামে দ্বিতীয় পর্বটি আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন পর্বে রণবীর সিংয়ের চরিত্র জসকিরত সিং রাঙ্গির রূপান্তরের গল্পের পাশাপাশি অক্ষয় খান্না অভিনীত চরিত্র ‘রহমান ডাকাত’-এর অতীতের রহস্যও উঠে আসবে।

বিজ্ঞাপন

তবে একই দিনে মুক্তি পাচ্ছে কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। ফলে বক্স অফিসে এই দুই বড় তারকার মুখোমুখি লড়াই নিয়ে ইতোমধ্যেই বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ শুধু রণবীর সিংয়ের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেনি, বরং ভারতীয় সিনেমার বাণিজ্যিক সাফল্যের তালিকায়ও নতুন মানদণ্ড স্থাপন করেছে। এখন দেখার বিষয়, নেটফ্লিক্সে মুক্তি ও সিকুয়েলের মাধ্যমে এই উন্মাদনা কতটা দীর্ঘস্থায়ী হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD