অস্ট্রেলিয়ায় চাঁদপুরের পরিচিতি ছড়িয়ে দিতে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ থিম সং প্রকাশ

বিশ্বের বুকে ইলিশের বাড়ি হিসেবে পরিচিত প্রিয় চাঁদপুরকে তুলে ধরতে অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুরের প্রবাসীরা গড়ে তুলেছেন একটি সংগঠন— চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া। সংগঠনটির অভিষেক উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ থিম সং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই থিম সংটির কথা, সুর ও প্রযোজনা করেছেন চাঁদপুর শহরের বকাউল বাড়ি রোডের (ভূঁইয়া মঞ্জিল) বাসিন্দা এবং সংগঠনটির জেনারেল সেক্রেটারি আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজ জেলা ও বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি গানটি নির্মাণ করেন।
বিজ্ঞাপন
গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার—যিনি চলচ্চিত্রের সুপারহিট গান ‘চল নিরালায়’–এর জন্য পুরস্কারপ্রাপ্ত—এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তরুণ গায়িকা ঈশিকা। সংগীতায়োজন করেছেন কাউছার খান।
গানের ভিডিও নির্মাণ, এডিটিং ও কালার গ্রেডিং করেছেন মাসুম খান। পোস্টার ডিজাইন করেছেন ইমন জিএফএক্স। গানটি প্রকাশিত হয়েছে এবি এন্টারটেইনমেন্ট–এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আরমান হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরেই বাংলা গানের জগতে সক্রিয়। তার লেখা ও সুরে গান গেয়েছেন আগুন, অবন্তী সিঁথি, মাহতিম সাকিব, সজীব, তৃষা, রোজেন রহমান, মির্জা নিশাত, সাথী খান, সাগর, মোহাম্মাদ মিলন, শিমুল হাসান, গগন, মিলা, পড়শি, মৌমিতা, তৌসিফসহ অসংখ্য জনপ্রিয় শিল্পী। তার গান বিভিন্ন নাটক ও টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া তিনি একাধিকবার অমর একুশে বইমেলায় কবিতার বই প্রকাশ করেছেন। প্রায় একযুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করলেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তার সংযোগ অবিচ্ছিন্ন রয়েছে।
‘ইলিশের বাড়ি চাঁদপুর’ গানটি তিনি চাঁদপুরের সকল মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত চাঁদপুরবাসী এবং চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একই সঙ্গে তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
বিজ্ঞাপন
প্রবাসে থেকেও নিজ জেলার প্রতি ভালোবাসা, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে গানটি ইতোমধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।








