Logo

৩৭ বছরেই অভিনয় থেকে অবসরের ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৬
26Shares
৩৭ বছরেই অভিনয় থেকে অবসরের ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার
ছবি: সংগৃহীত

হঠাৎ করে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলে অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

বিজ্ঞাপন

‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসে তোলপাড়, একের পর এক হিট ছবি। তারই মাঝে হঠাৎ করে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলে অভিনেতা বিক্রান্ত ম্যাসি। 

বিজ্ঞাপন

টেলিপর্দা থেকে অভিনয় শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে তার জাত চিনিয়েছেন। জাতীয় পুরস্কারও তার হাতে ধরা দিয়েছে। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। 

বিজ্ঞাপন

দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে ঠিক তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা করলেন এই অভিনেত্রা।

এই অভিনেত্রার হাতে বর্তমানে একের পর এক সিনেমা। তিনি রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক মাঠে রিলিজ করার কথা। সম্প্রতি তিনি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন। 

বিজ্ঞাপন

‘দ্য সবরমতী রিপোর্ট’-এ এক সাংবাদিকের চরিত্রে দারুন অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তার পিঠ চাপড়ে দিয়েছেন। এহেন অভিনেতা যখন রবিবার ভোররাতে আচমকাই সিনেমা দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করলেন, তখন আসমুদ্র হিমাচলের ভক্তদের মন খারাপ। কারণ তার বয়সও তো যে বেশি নয়। তার বয়স মাত্র ৩৭ বছর চলছে।

বিজ্ঞাপন

সকলের প্রশ্ন, এটা কি সাময়িক সময়ের জন্য বিরতি না বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর নিলেন এই অভিনেতা? তার ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য সেই প্রশ্নের উত্তর ধোঁয়াশা রেখেছেন অভিনেতা।

এদিন বিক্রান্ত অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সঠিক সময় আসবে।’ 

বিজ্ঞাপন

সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ দুইটা সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব আপনাদের প্রতি।’ 

বিজ্ঞাপন

অভিনেতার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই তার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না ভক্তরা। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD