Logo

মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এর রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৮
57Shares
মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এর রেকর্ড
ছবি: সংগৃহীত

পুষ্পা ২-দ্য রুল সিনেমাটির ট্রেলার দর্শদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পুষ্পা ২-দ্য রুল সিনেমাটির ট্রেলার দর্শদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম সিকুয়্যাল আল্লু অর্জুনের ভক্তরা অপেক্ষায় ছিলেন দ্বিতীয়  সিকুয়্যাল কবে আসবে তার। আল্লু অর্জুনের ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিলেন কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২-দ্য রুল’।

বিজ্ঞাপন

মুক্তির আগেই সিনেমাটি গড়ে ফেলেছে রেকর্ড। চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। যেটি খুব একটা দেখা যায় না। খবর: বলিউড হাঙ্গামা

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) পুষ্পা-২ এর প্রধান অভিনেতা আল্লু অর্জুন এক ইভেন্টে জানান, এই ছবিটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। যার মাধ্যমে ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে।

এদিকে শনিবার (৩০ নভেম্বর) থেকে সিনেমাটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ছবিটি দর্শক চাহিদার শীর্ষে থাকায় খুব তাড়াতাড়িই হলের শোগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সিনেমাটি শুধু বাহিহেরর দেশেই না, ভারতেও ইতোমধ্যে গড়েছে রেকর্ড। মুম্বাইয়ের গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে প্রতিদিন ১৮টি শো চলবে এই সিনেমার জন্য। যা এই সিনেমা হলের ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মত ঘটতে যাচ্ছে।

বিজ্ঞাপন

পুষ্পা ২-দ্য রুল এই সিনেমা কমপ্লেক্সের ৬ স্ক্রিনে প্রদর্শিত হবে। সেগুলো হলো- গায়েটি, জেমিনি,গ্যালাক্সি, গসিপ, জেম এবং গ্ল্যামার। অতীতে এই সিনেমা কমপ্লেক্সের সব কয়টি স্ক্রিনে একসঙ্গে সিনেমা চলেনি। তবে এটিই প্রথমবার যে ছয়টি স্ক্রিনে একসঙ্গে একটিমাত্র সিনেমা প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তটি শুধু মাত্র অন্য সিনেমার অভাব এবং পুষ্পা ২-দ্য রুলের ২০০ মিনিটের রানটাইমের কারণে নেওয়া হয়েছে। যার ফলে প্রতি সিনেমা হলে তিনটি শো আয়োজন করা সম্ভব হবে এবং এই প্রথম গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে টিকিটের মূল্য ২০০ রুপি রাখা হয়েছে, টিকিটের মূল্য আগে কখনোই এত বেশি ছিল না। গায়েটি ও গ্যালাক্সিতে স্টল টিকিটের দাম ধরা হয়েছে ১৮০ রুপি।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD