Logo

ছাত্রনেতা-রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৮
48Shares
ছাত্রনেতা-রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সেই সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম গণমাধমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় আমাদের ছাত্রনেতা, আগামীকাল সব রাজনৈতিক দলগুলো ও পরদিন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।

ইন্ডিয়ান মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে উল্লেখ করে এ সময় শফিকুল ইসলাম বলেন, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত ভাবে দাঁড়াতে হবে। সেই সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD