Logo

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ফেব্রুয়ারি-মার্চে আসবে: অর্থ উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০২
41Shares
আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ফেব্রুয়ারি-মার্চে আসবে: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট লাগছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন মার্কিন ডলার আগামী ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে মূলত তারা এসেছে রাজস্ব খাত, বাজেটের লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি এগুলো দেখার জন্য। এসব বিষয়ে তারা আমাদের সঙ্গে আলাপ করেছে, এরপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ-আলোচনা করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের স্থিতিশীলতা কিন্তু ফিরে আসছে। তবে সম্পূর্ণ আসে নাই, এখন সময় বিনিয়োগের। আপনারা দেখবেন, ফরেন এক্সচেঞ্জ রেট আগের মতো আর ওঠানামা করছে না। ব্যাংকিং খাতের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট লাগছে। তবে ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংকে কিছুটা ফিরে আসছে। ইসলামী ব্যাংক সব বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক। অন্যান্য ব্যাংকগুলোও ধীরে ধীরে ফিরে আসবে। এ সময় অর্থ উপদেষ্টা রেমিট্যান্স, রপ্তানি ও আমদানি প্রসঙ্গেও আলোচনা করেন।

বিজ্ঞাপন

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিট্যান্স খুবই ভালো। রপ্তানিও হচ্ছে ভালো, আমদানি একটু কম আছে। তবে আগের থেকে একটু বেড়েছে। মূলধনী যন্ত্রপাতি কিছু কম আসছে, এটা আবার কিছু রেস্ট্রিকশনের কারণে। এ বিষয়ে আমরা চিন্তা করছি, কী করা যায়। তারা (আইএমএফের প্রতিনিধিদল) আমাদের এখানে কিছুদিন থাকবে। আমরা তাদের বলেছি, আমরা এমন কিছু পদক্ষেপ নিব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয়।

বিজ্ঞাপন

শ্বেতপত্র নিয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে। এরপর তিন কিস্তির অর্থও পেয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ। গত ডিসেম্বরে পেয়েছে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার। আর গত জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে। তিন কিস্তিতে আইএমএফের কাছ থেকে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD