Logo

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অডিটোরিয়াম উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৯
41Shares
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অডিটোরিয়াম উদ্বোধন
ছবি: সংগৃহীত

কাজের স্বার্থে সরকারি টাকার সঠিকভাবে মূল্যায়ন করতে হবে

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মুদ্রণ ও প্রকাশনালয় অধিদপ্তর তেজগাঁওয়ে নিজস্ব ভবনে অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান অডিটোরিয়াম উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, কাজের জায়গাকে পরিচ্ছন্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে, কাজের যায়গা যদি কর্মীবান্ধব না হয় তাহলে সেখানে মনোনিবেশ করা যায় না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে অনেক কাজ করার সুযোগ ছিল কিন্তু কেউ কেউ হয়তো কাজের সুযোগ না নিয়ে অন্যকিছুতে ব্যাস্ত ছিলেন, কাজের স্বার্থে সরকারি টাকার সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।

বিজ্ঞাপন

ড. মো. মোখলেস উর রহমান বলেন, বিজি প্রেস সরকারের অত্যান্ত গুরুত্বপূর্ণ অধিদপ্তর যেখানে গোপনীয় নথি, প্রশ্নপত্র, কাজী অফিসের রেজিস্ট্রি বই এবং গ্যাজেট, ব্যালট পেপার সহ সরকারের দাপ্তরিক কাজ করানো হয়, সেদিক দিয়ে মুদ্রণ ও প্রকাশনালয় অধিদপ্তর অধিক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। সিনিয়র সচিব তার বক্তব্যে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য ও মানসিক শান্তির কথা বিবেচনা করে যুগোপযোগী ক্যান্টিন এবং চিকিৎসার জন্যে স্বাস্থ্যকেন্দ্রের দ্রুত ব্যবস্থা করতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরের অডিটোরিয়াম এখানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের পারিবারিক অনুষ্ঠান আয়োজনে নাম মাত্র মুল্যে ব্যবহার করতে সুযোগ দিতে বলেন, তার এই বক্তব্যে উপস্থিত সকলেই করতালি দিয়ে স্বাগত জানান,সিনিয়র সচিব আরও বলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাকে অভ্যর্থনা জানাতে যে লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানিয়েছেন আমি সেটা এড়িয়ে এসেছি, ভবিষ্যতে এমন সংবর্ধনা আমাকে জানাবেন না এবং আপনারাও এটা থেকে শিক্ষা নেবেন যে, যেমনটি আমি না তেমন সম্মান যদি কেউ দেই সেটা এড়িয়ে যাবেন।

বিজ্ঞাপন

অবশ্যই নির্বাচনের পর মন্ত্রী আসলে সেটা করবেন। আমরা আমাদের কাজ করে যেতে চাই, সরকারের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগাতে চাই। এছাড়াও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মিছ আজিজুন নাহার ধন্যবাদ জ্ঞাপন করে সহকর্মীদের নিয়ে স্বচ্ছতার সহিত কাজ করে যেতে চান তিনি লোকবল সংকট নিয়ে কথা বলেন, গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরে প্রচুর খালি পদে নিয়োগের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এছাড়াও অধিদপ্তরের পরিচালক, সহ: পরিচালক এবং কর্মকর্তা কর্মচারীরা অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD