সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ৪ঠা ডিসেম্বর ২০২৪

বিসিএসসহ যেকোনো সরকারি চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে মোখলেস উর রহমান এ তথ্য জানান।
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অডিটোরিয়াম উদ্বোধন
এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। এ ছাড়া সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও ছিল বেশি।
তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ব্রিটিশ হাইকমিশনারের কাছে পাচার হওয়া অর্থ ফেরত চাইলেন মাহফুজ
তিনি আরও জানান, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশের কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বরখাস্ত কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: আইন উপদেষ্টা
