দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
গ্রেফতারকৃত ব্যক্তির, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ, ভায়না মোল্লাপাড়ার বাসিন্দা মো. মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৩)।
গোয়ালন্দঘাট থানা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এসআই মো. সেলিম মোল্লা এবং তার সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের যাত্রী মনিরুল ইসলামের কাছ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এসডি/