Logo

ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা না বললে তারা চেপে বসবে: আহমাদুল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬
35Shares
ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা না বললে তারা চেপে বসবে: আহমাদুল্লাহ
ছবি: সংগৃহীত

তিনি যেন আমাদের সবার অধিকার নিয়ে কথা বলেন

বিজ্ঞাপন

ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভারতে বিশেষ করে যে সংখ্যালঘু অহরহ নির্যাতন হচ্ছে, সহিংস ঘটনা ঘটছে এগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে। তিনি যেন আমাদের সবার অধিকার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে কথা না বললে তারা আমাদের আরও জোরোসরে ওপর চেপে বসবে।  

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শায়খ আহমাদুল্লাহ বলেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামীতেও থাকব।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদে দুই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল ঘটনা। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সংখ্যালঘুদের রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বার্তাটিই আমরা দিয়েছি।

বিজ্ঞাপন

রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও বলেন, রাজনৈতিক দলগুলো যে কথা বলেছে তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি। আমরা একটা স্পর্শকাতর সময় পার করছি। এই সময়ে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসকনের ঘটনায় মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে, তা সম্পূর্ণ দূর করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা কষ্টে আছেন, যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের অনেকেই আজ এখানে আসেন নাই। তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা আলোচনায় বসেন আমি এই কথা বলে এসেছি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD